facewash

ত্বকের ধরন অনুযায়ী সর্বোত্তম ফেসওয়াশ বেছে নেওয়ার টিপস

সবসময় দাগমুক্ত, মসৃণ এবং উজ্জ্বল ত্বক থাকাটাই আমাদের সবার স্বপ্ন। যেহেতু সবসময় উজ্জ্বল ত্বকের অধিকারী হওয়া যায় না , তাই সব সময় সকলেরই একটা স্কিন কেয়ার অনুসরন করতে হয় । ত্বকের যত্নতে ১ম ধাপ ফেস ওয়াশ ব্যবহার করা , তাই কোন ফেসওয়াস আপনার স্কিনের জন্য ভালো হবে তা নিয়েও দ্বিমত এর সৃষ্টি হয়।  আর তাই নিচে কার ত্বকের ধরণ অনুযায়ী কোন ফেসওয়াশটি ভালো হবে তা নিয়েই আজকে কথা বলবো ।

 

ফেসওয়াশের কাজ কি?  

 

একটি ফেসওয়াশ মূলত ত্বক থেকে ময়লা, ঘাম, সিবাম, ব্যাকটেরিয়া, মৃত কোষ এবং মেকআপ দূর করে।  এতে করে ত্বকের ছিদ্র বন্ধ হয় না এবং ত্বক ও মলিন দেখায় না৷

 

 শুষ্ক ত্বকের জন্য ফেসওয়াশ 

 

শুষ্ক ত্বকের জন্য এমন ফেসওয়াশ বেছে নেয়া উচিত যেখানে  ময়শ্চারাইজিং উপাদান এবং ফ্যাটি অ্যাসিড ও PH balance উপাদান থাকবে ।

হাইপোঅ্যালার্জেনিক, সুগন্ধি, রাসায়নিক বা অ্যালকোহল মুক্ত এবং ফেনাবিহীন এমন ক্লিনজার ব্যবহার করুন।   অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান এবং স্যালিসিলিক বা গ্লাইকোলিক অ্যাসিডের মতো এক্সফোলিয়েটার সহ ক্লিনজারগুলি এড়ানোও গুরুত্বপূর্ণ, যা আপনার ত্বককে শুষ্ক করে দিতে পারে।

 

সাজেস্টেড  ফেসওয়াশ

 

১| Neutrogena Deep Clean Facial Cleanser.

২| The Body Shop Vitamin E Cream Cleanser.

৩| Cosrx triple hyaluronic moisturizing cleanser.

৪| The faceshop rice water bright cleansing Foam

 

 তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ 

 

তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত ফেসওয়াশ এ অ্যালোভেরা এবং ট্রি টি মতো উপাদানগুলি অন্তর্ভুক্ত থাকা উচিত, যা তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখে এবং ত্বক ও পরিষ্কার  করবে ।  মনে রাখবেন, এমন ফেসওয়াশ ব্যবহার করা উচিত নয়, যা ত্বককে পরে শুষ্ক এবং টান অনুভব করায়। ফেসওয়াশ এ  ” তেল বা অ্যালকোহল থাকে এমন ক্লিনজার এড়িয়ে চলুন “।

আপনার যদি ব্রণ প্রবণ ত্বক থাকে তবে স্যালিসিলিক অ্যাসিড-ভিত্তিক ক্লিনজার দিয়ে দিনে দুবার আপনার মুখ ধুয়ে নিন।  স্যালিসিলিক অ্যাসিড ছিদ্রগুলিকে ছোট করে দেয় এবং অতিরিক্ত তেল দূর করে।

 

সাজেস্টেড  ফেসওয়াশ 


১| Neutrogena Oil-Free Acne Wash

২| The Bodyshop Aloe Calming Foaming Wash

৩| The Bodyshop Tea Tree Skin Clearing Foaming Cleanser

৪ | Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser.

 

সেনসিটিভ / কম্বিনেশন স্কিনের জন্য ফেসওয়াশ 

 

সেনসিটিভ / কম্বিনেশন স্কিনের জন্য এমন একটি ফেসওয়াশ দরকার যা হাইপোঅ্যালার্জেনিক, প্যারাবেন-মুক্ত এবং সাবান মুক্ত, যা আপনার ত্বকে জ্বালাপোড়া করবে না।  “মাইসেলার ওয়াটার ” এই ধরনের ত্বকের জন্য উপযুক্ত।

 

সাজেস্টেড  ফেসওয়াশ 

 

১| Olay Total Effects Anti-Ageing Foaming Face

২| CeraVe Hydrating Cream-to-Foam Cleanser

৩| The bodyshop Aloe Calming Cream Cleanser

৪| COSRX Low pH Good Morning Gel Cleanser

 

ত্বক, চুল এবং বিউটি কেয়ার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ পেতে আমাদের সাইটে সাবস্ক্রাইব করুন , আমাদের ফেসবুক পেইজে লাইক দিন এবং আমাদের জনপ্রিয় ফেসবুক গ্রুপে জয়েন করুন।

 

Leave a Reply