ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি আমরা কে না করতে চাই ? কিন্তু সত্যকথা বলতে কি, মুখের উজ্জ্বলতা পেতে আমরা যতটা সময় ব্যয় করি, শরীরের অন্যকোন অংশের প্রতি তার অর্ধেক সময়ও ব্যয় করা হয়ে উঠে না।
মুখের থেকে হাত–পা কালো বা সানট্যান এ ত্বক কালচে হয়ে গিয়েছে এমন সমস্যা আমরা কম বেশি সবাই ভোগ করি।
সামান্য কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেই আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি।
সেক্ষেত্রে আমাদের দরকার হবে জিনসেং এবং পাকা পেঁপের সংমিশ্রণ ।
‘ জিনসেং ’ ত্বকের যত্নের ক্ষেত্রে একেবারে নতুন শব্দ বলে মনে হতে পারে, কিন্তু জিনসেং প্রজন্মের পর প্রজন্ম ধরে K- Beauty তে ব্যবহার হয়ে আসছে তার সাথে পাকা পেঁপে যে আমাদের ত্বকের জন্য কত উপকারী তা আর বলার অপেক্ষা রাখে না৷
🔆 ত্বকের জন্য জিনসেং এর উপকারিতাগুলো কী কী?
✅ সূক্ষ্ম লাইন এবং বলিরেখা দূর করে।
✅ ত্বককে হেলদি রাখে।
✅ ত্বকের লালভাব হ্রাস করে।
✅ ত্বকে তৈলাক্ততার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
✅ ত্বক উজ্জ্বল করে৷
এগুলো শুধু মাএ হাইপ নয় – বিভিন্ন গবেষণায় এই সুবিধা গুলো প্রমানিত হয়েছে৷
🍐পাকা পেঁপে কিসের জন্য ভালো?
✅ ত্বককে ময়েশ্চারাইজ করে।
✅ পিগমেন্টেশন দূর করে।
✅ বলিরেখা কমায়।
✅ একজিমা এবং সোরিয়াসিস চিকিত্সা করতে সাহায্য করে।
✅ মেলাসমার চিকিৎসা করে।
✅ সানট্যান দূর করে।
✅ ত্বক উজ্জ্বল করে।
আপনার ত্বকের যত্নের রুটিনে জিনসেং এবং পাকা পেঁপে যোগ করুন। যা আপনার ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করবে পাশাপাশি ত্বক উজ্জ্বল ও মোলায়েম করবে।
Shop on LifestylevalleyBD
সব সময় তো ঘরোয়া পদ্ধতিতে এই উপাদান ব্যবহার করে পেস্ট বানানো সম্ভব হয় না তাই আপনাদের কথা চিন্তা করে আমরা Perfect White Body Cream নিয়ে এসেছি। এই ক্রিমটি বিশেষভাবে পেঁপে ও জিনসেং ব্যবহারের মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উদ্দেশয়ে তৈরি করা হয়েছে।
ত্বক, চুল এবং বিউটি কেয়ার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ পেতে আমাদের সাইটে সাবস্ক্রাইব করুন , আমাদের ফেসবুক পেইজে লাইক দিন এবং আমাদের জনপ্রিয় ফেসবুক গ্রুপে জয়েন করুন।